বিচার ব্যবস্থার অধঃপতন


উৎসবের লাগামহীন উৎযাপন কারো কারো জীবনে ডেকে আনে অসহ্য বিষাদ । আচমকা আঘাতে নিঃশেষ করে দেয় কোনো পরিবারকে । মাত্র চার মাস বয়সি তানজীম উমায়ের যেন সেই উদাহারণ ।

বর্ষবরণে আতশবাজির বিকট শব্দে নিষ্প্রাণ করেছে যাকে । জন্ম ক্ষণের আনন্দ-অশ্রু যে মাত্র চার মাস ঊনিশ দিন পর হয়ে ওঠবে আজন্ম বেদনার কান্না তা কেই বা জানতো । যদিও হৃপৃন্ডে ছিদ্র নিয়ে জন্মে ছিল তানজিম উমায়ের তবে চিকিৎসকদের আশ্বাস ও নিজেদের বিশ্বাসে তাকে বাচিয়ে রাখার আশার সলতেটাও ছিল । শেষটা কখনই ছিল না মৃত্যু ।

তারপরও আয়ু মাত্র ১৪২ দিনের বর্ষবরণের রাতে সবাই যখন আতশবাজির রঙ্গিন ছটায় বরন করছে নতুন বছর যে বিকট শব্দে কেঁপে কেঁপে ওঠছিল শিশু উমায়ের , নিঃশাষ নিতেও কষ্ট হচ্ছিল বেশ । উৎকন্ঠিত বাবা মায়ের কাছে পুরো রাতটাই ছিল আতঙ্কের ।

চিকিৎসকের চিকিৎসাপত্র হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে শিশু উমায়ের । লাইফ সাপোর্টেও মেলেনি কোনো সাপোর্ট ।

”নিষ্পাপ ঠোঁট আর হেসে ওঠবে না মায়ের খুনসুটিতে এক বুক শূন্যতাই সময়টা শুধু যে হাহাকার”


Like it? Share with your friends!

0 Comments