আজকে আমরা শুরুতে একটি বিষয়ের দিকে দৃষ্টি দিবো, সেটা হলো একটি মতবাদ সেটা হতে পারে কল্যাণকর বা অকল্যাণকর তা কিভাবে কোনো নির্দিষ্ট এলাকায় বা দেশের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা হয় । যতগুলো মাধ্যম রয়েছে যেমন- Electronic media বা Print media, পাঠ্যপুস্তক( সেটা হতে পারে একাডেমিক বা গল্পের বই), বিভিন্ন সিনেমা/মুভি, নাটক বা ওয়েব সিরিজ ইত্যাদি । তারমধ্যে অন্যতম হলো নাটক বা সিনেমা যার মাধ্যমে এর প্রচার-প্রসার বেশি হয়ে থাকে কারণ বেশির তরুণ-তরুণী এই দিকে আকৃষ্ট হয় বেশি । আর এই সুযোগটি বিভিন্ন প্রচার মাধ্যম নিয়ে থাকে ।
ঠিক তারই ধারাবাহিকতায় বিভিন্ন ব্যাক্তিবর্গ, ফিল্মের পরিচালক বা সংস্থা কিছু কিছু নিকৃষ্ট মতবাদের অপপ্রচার চালায় তাদের তৈরি নাটক বা সিনেমার মাধ্যমে যা আমাদের সংবিধান অনুযায়ী সম্পুর্ণ আইনত দন্ডনীয় অপরাধ এবং কি যা আমাদের ধর্ম ও মুসলিম সংস্কৃতি ছাড়াও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক ।
তারই একটা জলন্ত উদাহরণ “ট্রান্সজেন্ডার মতবাদ” । সম্প্রতি সম্মানিত দুইজন শিক্ষক( আসিফ মাহতাব ও ড মোহাম্মদ সরোয়ার হোসেন) এর মধ্যে এই বিষয়ে মন্তব্য ও প্রতিবাদ করায় চাকরিচ্যুত হয়েছেন । দেশের জনগন যখন এই বিষয়ে সরব ও প্রতিবাদ মূখর ঠিক তখনই আমাদের দেশের পরিচিত সংবাদ মাধ্যম মাছরাঙা টেলিভিশন(Massranga television) এর আলাদা ক্যাটাগরি Maasranga Entertainment গত কয়েকদিন আগে তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করেছে (সেটি একটি নাটক-“সিদ্দিক”), সেখানে ট্রান্সজেন্ডার মতবাদকে ব্যাপকভাবে প্রমোট করা হয়েছে ।
যেহেতু এই মতবাদের উপর ভিত্তি করে নাটক তৈরি শুরু হয়েছে, সামনে আরও নাটক বের হবে, যেখানে এসব মতবাদ প্রোমোট করা হবে। আপনি জাস্ট একটু কল্পনা(imagine) করুন, আপনার আদরের টুকরা জ্বলজ্যান্ত ছেলে কিংবা ভাই হঠাৎ করে শাড়ি পরে নাকে নথ দিয়ে এসে বলছে, ‘আমি এখন থেকে মেয়ে!’ আপনি কোন মুখে এটা মেনে নেবেন? আল্লাহুল মুস্তাআন বিন্দুমাত্র সময় নাই আমাদের। তীব্র প্রতিবাদ করতে হবে এসব প্রচারকারী এবং এদের মদদদাতা সাক্ষাৎ শয়তানদের বিরুদ্ধে।
পার্শ্ববর্তী বা পশ্চিমা কোনো দেশে একদিনে এদের পক্ষে আইন পাস হয়নি। বলিউডের, হলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে নির্মিত নাটক-সিনেমায় এসব মতবাদ রীতিমতো প্রোমোট করে, আন্দোলন করে আইন পাশ করিয়েছে এরা।
তারা পশ্চিমা দেশ গুলোর মতো আমাদের দেশেও এটা প্রতিষ্ঠিত করতে চায়, এজন্য রংপুরের নূরলদীনের মতো বলছি, জাগো বাহে, কোনঠে সবাই?!
0 Comments